ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় যুব সংগঠনের নেত্রীবৃন্দদের নিয়ে শান্তি, শৃংখলা, উন্নয়ন ও সামাজিক জনসচেতনতায় যুবকদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ০২ জুন দুপুরে কাঠালিয়া অফিসার্স ক্লাবে এ কর্মশালার আয়োজন করেন, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। অনুষ্ঠানে ৩০টি যুব সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক অংশগ্রহণ করেন।
এতে প্রধান অতিথি ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের ঝালকাঠি জেলার উপপরিচালক মোঃ আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মং চেনলা, যুব উন্নয়ন অধিদপ্তরের ঝালকাঠির সহকারী পরিচালক মোঃ তোফাজ্জেল হোসেন, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, ঝালকাঠি জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ শাখাওয়াত হোসেন অপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
کوئی تبصرہ نہیں ملا



















