নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২ নম্বর চর পার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হনিফের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে।
উন্নয়ন কাজের পোস্ট দিয়ে নিজেকে দায়িত্বপ্রাপ্ত হিসেবে তুলে ধরেন। প্রশাসনের অভিযোগ, এমন পোস্ট নির্বাচনী আচরণবিধি পরিপন্থী এবং এতে সরকারি আইন লঙ্ঘন হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা থেকে তাকে কারণ দর্শানোর নির্দেশনা দিয়ে একটি অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, চেয়ারম্যান কাজী মোহাম্মদ হনিফ তার ফেসবুক অ্যাকাউন্ট এ ৭ নম্বর মুসাপুর ইউনিয়নের মুসাপুর ক্রোজারে পূর্ব-পশ্চিম বরাবর ২০০ ফুট বাঁধ নির্মাণের বিষয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি স্থানীয় জনগণের কাছ থেকে কর্মকর্তাদের বরাত দিয়ে অর্থ গ্রহণের আহ্বান জানান এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে হেয় করার মত বক্তব্য প্রকাশ করেন।
এ বিষয়ে কাজী হানিফ বলেন, ৫ আগস্ট এর পর থেকে কোম্পানীগঞ্জে কোন প্রতিনিধি না থাকায় পৌরসভা ও উপজেলার দায়িত্ব গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার। বারবার বলার পর কোনরকম প্রতিশ্রুতি না পাওয়ায় সকলের সহযোগিতায় কাজ করার চেষ্টা করেছি।
কিছুদিন আগে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব আসার পর উনাকে বলে এক লক্ষ ব্লক নেওয়ার আশ্বাস পেয়েছি। কোম্পানীগঞ্জে চরপার্বতীকে বাঁচাতে অর্থ ও শ্রম প্রধানের লক্ষ্যে এমন ঘোষণা দিয়েছি।
জেলা প্রশাসনের মতে, একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন পোস্ট জনসাধারণকে বিভ্রান্ত করে এবং এটি ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯’ এর ধারা ৩৪(৪)(ঘ)-এর আওতায় অসদাচরণ হিসেবে গণ্য হয়।
এ অবস্থায়, উক্ত আইনের আওতায় কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে তাকে পত্র পাওয়ার ১০ (দশ) কার্যদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে এলাকাবাসী বলেন, হানিফ চেয়ারম্যান ৫ ই আগস্ট এর পর প্রভাব খাটিয়ে অনেকগুলো উন্নয়ন প্রকল্পের কাজ হাতে নিয়েছে। কাজগুলো ছবি যোগাযোগ মাধ্যমে দিয়ে আগামীতে নিজের অবস্থা আরো মজবুত করতে চেষ্টা করলে বিগত নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, তিনি যে সমস্ত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছেন তাতে নিম্নমানের কাজ ও অনিয়ম ও দুর্নীতিতে ভরা। এতে কোম্পানিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অভিযোগ করেও কোন সাড়া পাওয়া যায়নি। আমরা এ কাজগুলোর সঠিক তদন্ত করার আহ্বান জানাই।