সাইবার নিরাপত্তায় দক্ষতা অর্জনে শ্যামনগরে যুব কর্মশালা

Ranajit Barman avatar   
Ranajit Barman
দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর বিশ্বে যুব সমাজকে সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে একটি বিশেষ কর্মশালার আয়োজন করেছে বেসরকারি গবেষণা ও উন্নয়নমূলক প্রতিষ্ঠান বারসিক। ..
সাইবার নিরাপত্তায় দক্ষতা অর্জনে শ্যামনগরে যুব কর্মশালা
 
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি :
 
দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর বিশ্বে যুব সমাজকে সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে একটি বিশেষ কর্মশালার আয়োজন করেছে বেসরকারি গবেষণা ও উন্নয়নমূলক প্রতিষ্ঠান বারসিক। 
 
শনিবার (৩০ আগস্ট) সাতক্ষীরার শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালায় সভাপতিত্ব করেন বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার। 
 
 
কর্মশালায় বারসিকের যুব সংগঠক স.ম ওসমান গনী সোহাগের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্লা, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হক। তিনি যুবদের সাইবার ঝুঁকি, প্রতিরোধ কৌশল এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনা দেন।
 
কর্মশালায় শ্যামনগরের ২৫ টি যুব স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা সাইবার নিরাপত্তার মৌলিক জ্ঞান অর্জনের পাশাপাশি কিভাবে নিজের সংগঠন, সমাজ ও জাতীয় পর্যায়ে নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে পারেন সে বিষয়ে আলোকপাত করা হয়। 
 
প্রযুক্তি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় যুব সমাজকে সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষ করা সময়ের দাবি। ব্যক্তিগত তথ্য, আর্থিক লেনদেন ও ডিজিটাল ডিভাইসকে সাইবার হুমকি থেকে রক্ষা করতে সাইবার নিরাপত্তা জ্ঞান অপরিহার্য। 
 
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উৎসর্গ সোসাইটির গাজী আব্দুর রউফ, শ্যামনগর ব্লাড ব্যাংকের সাইফুদ্দিন সিদ্দিক, সিডিও'র মোঃ হাফিজ, শরুব ইয়ুথ টিম এর জান্নাতুল নাঈম, নিরাপদ উপকূল চাই আন্দোলন এর মোমিনুর রহমান, শ্যামনগর প্রেসক্লাবের আব্দুল আলিম, এসএসএসটির সাইদুল ইসলাম, যুব রেড ক্রিসেন্টের নুর নহার পারভীন, নকীপুর পাইলট স্কুলের শিক্ষার্থী আনিকা তাবাসসুম প্রমুখ।
 
আয়োজকরা জানিয়েছেন, কর্মশালায় শ্যামনগরের বিভিন্ন যুব স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিরা অংশ নেবেন। এর মাধ্যমে যুব সমাজ নিজেদের দক্ষতা বাড়িয়ে কেবল ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে নয়, জাতীয় ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে আশা করা হচ্ছে। 
 
ছবি - শ্যামনগরে সাইবার নিরাপত্তায় দক্ষতা অর্জনে যুব কর্মশালায় বক্তব্য রাখছেন অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা। 
 
 
Nema komentara