বাংলাদেশের সাহসী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে এক দশকেরও বেশি সময় ধরে নিজের অবস্থান ধরে রেখে কাজ করে আসছে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। পত্রিকাটি আজ ১৬ বছরে পদার্পণ করেছে এবং এই দীর্ঘ সময়ে অসংখ্য গুরুত্বপূর্ণ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে। গতকাল সন্ধ্যায় পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বসুন্ধরা গ্রুপের পরিচালক আফরোজা বেগম পত্রিকার পরিবারকে শুভেচ্ছা জানান এবং কেক কাটেন।
এই বিশেষ আয়োজনে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের, নির্বাহী সম্পাদক মন্জুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাহমুদ হাসান, উপ সম্পাদক কামাল মাহমুদ, শিমুল মাহমুদ, রাজু আহমেদ, ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন রাসেল, বার্তা সম্পাদক নাহিদুল ইসলাম, সিটি এডিটর মির্জা মেহেদী তমাল, প্রধান প্রতিবেদক জুলকার নাইন রনো, চিফ ফটোগ্রাফার আবু তাহের খোকন সহ পত্রিকার অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা।
আফরোজা বেগম তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ প্রতিদিনকে এগিয়ে নিয়ে যেতে হবে সততা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে। সাহসিকতার সাথে সত্য ও বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করতে হবে, যেন জনগণ তাদের সঠিক তথ্য পায়।” তিনি আরও বলেন, "বসুন্ধরা গ্রুপ দেশের কল্যাণে কাজ করছে এবং আপনাদেরকেও সেই একই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে।"
এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ একটি ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে রাজধানীর কুড়িলে আইসিসিবি (ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা)-তে। এই মাহফিলটি বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক ও কর্মীদের মধ্যে সান্নিধ্য ও ভালোবাসার বন্ধন আরও দৃঢ় করেছে।
বাংলাদেশ প্রতিদিন ২০১০ সালের ১৫ মার্চ যাত্রা শুরু করে এবং তৎকালীন সময়ে এটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সবার মন জয় করতে সক্ষম হয়। পত্রিকাটি বর্তমানে প্রিন্ট ও অনলাইন প্ল্যাটফর্মে সমান জনপ্রিয়। দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক হিসেবে জাতীয় সংসদে বারবার স্বীকৃতি পেয়েছে এবং এর ইংরেজি ভার্সন ও মাল্টিমিডিয়া সেকশন সারা বিশ্বে বাংলা ভাষাভাষী পাঠকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে।
বাংলাদেশ প্রতিদিনের এই দীর্ঘ পথচলায় পাঠক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট, হকার এবং শুভানুধ্যায়ী সবাইকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়েছে। বর্তমানে, নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে পত্রিকাটির মাল্টিমিডিয়া বিভাগ, যা সমসাময়িক ঘটনাবলি, বিনোদন, ক্রীড়া ইত্যাদি নিয়ে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে।
এভাবে, বাংলাদেশ প্রতিদিন শুধু একটি সংবাদপত্র নয়, বরং সবার জন্য তথ্যের আধার, বস্তুনিষ্ঠতার প্রতীক হয়ে উঠেছে, যা আগামী দিনগুলোতেও সাহসী সাংবাদিকতার অঙ্গীকারকে অব্যাহত রাখবে।