close
লাইক দিন পয়েন্ট জিতুন!
সাভারে এক ভয়াবহ দুর্ঘটনায় চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে দুটি বাস ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়, যার ফলে অ্যাম্বুলেন্সে থাকা চারজনই ঘটনাস্থলেই নিহত হন।
সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রুবেল জানান, তারা আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং প্রায় ৫০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, "অ্যাম্বুলেন্সে থাকা চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।"
এ দুর্ঘটনা সাভারবাসীর মনে শোকের ছায়া ফেলেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, চালকদের বেপরোয়া গতি এই দুর্ঘটনার মূল কারণ হতে পারে।
কোন মন্তব্য পাওয়া যায়নি



















