সাভারে ছাত্রশিবিরের থানা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

Yeasin Ahmed avatar   
Yeasin Ahmed
থানা দায়িত্বশীলদের নিয়ে কর্মশালা'২৫

সাভারে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে থানা দায়িত্বশীল কর্মশালা'২৫ আয়োজন করে ঢাকা জেলা উত্তর শাখা। আজ শুক্রবার সকাল ৭ টায় মাশরুম উন্নয়ন ইন্সটিটিউট সাভারের অডিটোরিয়ামে থানা দায়িত্বশীলদের নিয়ে অর্ধদিনব্যাপী এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জেলা সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সেক্রেটারি আলমগীর হোসেন রাকিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি এইচ এম সালাউদ্দিন মাহমুদ। 

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মুসলমান মানুষকে আল্লাহকে ভয় পেতে হবে। কোরআন এবং হাদিসের আলোকে নিজের জীবনকে পরিচালনা করতে হবে। ছাত্রশিবিরের প্রত্যেকটি জনশক্তিকে জ্ঞান অর্জনের জন্য প্রচুর পড়াশোনা করা দরকার। নিজেকে সৎ, দক্ষ ও উত্তম চরিত্র গঠন করে দেশ ও জাতির স্বার্থে কাজ করে যেতে হবে। ছাত্রশিবিরের দিকে আগামীর বাংলাদেশ তাকিয়ে আছে। সৎ নেতৃত্বের জন্য ছাত্রশিবিরকে এগিয়ে আসতে হবে বলে জানান তিনি।

শাখা সভাপতি আবু সুফিয়ান থানা দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, আমাদের এই ময়দান শহীদদের রেখে যাওয়া ময়দান। শহীদরা আমাদের জন্য অনুপ্রেরণা। প্রত্যেকটি ছাত্রের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। তাদেরকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে বলে জানান তিনি। 

উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি আফজাল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি মুহিবুর রহমান মুহিব, ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা উত্তর শাখার সকল দায়িত্বশীলবৃন্দ। পরবর্তীতে জেলা সভাপতির সমাপনী বক্তব্য শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মশালা শেষ হয়।

আইনিউজ বিডি/ ইয়াসিন

نظری یافت نشد