close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাভার পৌর সভার পশুর হাটের ইজারা পেলেন ছাত্রদল নেতা আতিকুর রহমান রাজু..

Mujahid Khan Kawsar avatar   
Mujahid Khan Kawsar
বিশেষ প্রতিনিধি : মুজাহিদ খাঁন কাওছার 

আসন্ন ঈদ-উল-আজহাকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় কোরবানির পশুর হাটের ইজারা চূড়ান্ত করতে দরপত্র আহ্বান করেন সাভার পৌর প্রশাসন।

 

এরই ধারাবাহিকতায় এবার সাভার পৌরসভায় অনুষ্ঠিত কোরবানীর পশুর হাটের ইজারায় অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ কোটি ৬ লক্ষ টাকায় হাটের ইজারা পেলেন সাভার বিঃ কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাজু।

 

ইজারা চুরান্ত হওয়ার পর ইতোমধ্যেই শুরু হয়ে গেছে কোরবানী পশুর হাটের প্রস্তুতি কাজ। নির্বিঘ্নে হাটে কোরবানীর পশু ক্রয়-বিক্রয়ের জন্য ক্রেতা ও বিক্রেতাদের জন্য নেওয়া হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সেই সাথে থাকবে দুর-দুরান্ত থেকে আগত পশু বিক্রেতাদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা।

 

এব্যপারে হাটের ইজারাদার,আতিকুর রহমান রাজু জানান,ক্রেতারা যেনো নির্বিঘ্নে হাটে এসে কোরবানীর পশু ক্রয় করতে পারেন এবং বিক্রেতারাও যেনো পশু নিয়ে এই হাটে এসে স্বাচ্ছন্দ বোধ করেন তার জন্য হাটে নেওয়া হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

 

তারই ধারবাহিকতায় থাকবে সার্বক্ষনিক প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা,ভলেন্টিয়ার সার্ভিস,সিসিটিভি ক্যামেরা ও দুর-দুরান্ত থেকে আগত পশু ব্যবসায়ীদের জন্য থাকা খাওয়ারও সুব্যবস্থা রাখা হবে।

 

তাই দেশের বিভিন্ন অঞ্চল থেকে পশু ব্যবসায়ীদের এই হাটে এসে পশু বিক্রয় ও ক্রেতাদের এই হাটে এসে কোরবানীর পশু ক্রয় করার আহ্বানও জানান ইজারাদার আতিকুর রহমান রাজু।

Nema komentara