সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি পরিষ্কার ভাষায় বলেন, “মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই তার ওপর যে হামলা হয়েছে, সেটি কোনোক্রমেই কাম্য নয়।”
সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় হর্টিকালচার সেন্টার পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, পুরো ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এই ঘটনায় একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন করা হবে।
তিনি আরও বলেন, “তদন্তের মাধ্যমে যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করা হবে। যদি দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর কেউ এ ঘটনায় সরাসরি বা পরোক্ষভাবে জড়িত, তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
উপদেষ্টা জানান, “আইন নিজের হাতে তুলে নেওয়া এক ধরনের অপরাধ। এমন কিছু হলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি হস্তান্তর করতে হবে। তারা সঠিক ব্যবস্থা নেবে।”
সাবেক সিইসির ঘটনায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি, গাজীপুরে ক্রমবর্ধমান ডাকাতি এবং জননিরাপত্তা পরিস্থিতি নিয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, “ডাকাতির মতো অপরাধ রুখতে গাজীপুরের আইনশৃঙ্খলা বাহিনীর এক্টিভিটি আরও বাড়ানো হবে। নিরাপত্তা নিশ্চিত করতে হবে যেকোনো মূল্যে।”
তিনি বলেন, “সরকার এ বিষয়ে উদাসীন নয়। প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জননিরাপত্তার স্বার্থে প্রয়োজনে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে।”
উক্ত অনুষ্ঠানে কৃষিজমি রক্ষার বিষয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, সরকার একটি নতুন আইন করতে যাচ্ছে, যার নাম হবে ‘কৃষি জমি সুরক্ষা আইন’। এই আইনের মাধ্যমে কৃষিজমি দখলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং কৃষি ব্যবস্থাকে টেকসই করার জন্য সরকারি উদ্যোগ বাড়ানো হবে।
তার কথায়, “আমাদের দেশ থেকে অনেক দেশি ফল হারিয়ে যাচ্ছে। সবাইকে সচেতন করতে হবে, যেন সবাই দেশি ফলের গাছ বেশি করে রোপণ করে।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিজা আরেফীন, পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার আহমেদ, হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মো. এনামুল হক, কালিয়াকৈর থানার ওসি আবদুল মান্নান, মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আব্দুস সেলিম এবং কালিয়াকৈর কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম।



















