close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সাবেক এমপি ফজলে করিমসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
চট্টগ্রামের রাউজানে আলোচিত কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুর হত্যা মামলায় ৭ বছর পর মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির প্রাক্তন ইনচার্জ এসআই জাবেদ মিয়া ও নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান বাবুল মিয়াসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। এছাড়াও, ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে। নুরুল আলম নুরুর স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে ২ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম নগরীর চকবাজার থানায় মামলাটি দায়ের করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালের ২৯ মার্চ রাত পৌনে ১২টার দিকে দুইজন পুলিশের পোশাক পরিহিতসহ অন্যান্য আসামিরা নুরুল আলম নুরুকে নগরীর বাসা থেকে সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তাকে চোখ-মুখ বেঁধে, শারীরিক নির্যাতন করে এবং মাথায় গুলি করে হত্যা করে বাগোয়ান ইউনিয়নের কর্ণফুলী নদীর তীরে ফেলে দেয়। পরদিন ৩০ মার্চ পুলিশ নুরুলের লাশ উদ্ধার করে। চিহ্নিত আসামিরা হলেন: টাইগার নাসের, মো. লিটন, তৈয়ব, ফরিদ, মামুন, আবু জাফর রাশেদ, ইয়ার মোহাম্মদ বাছইন্না, সেকান্দর, জসিম, খালেক, বাবুল, মো. রব্বানি, হাসান মোহাম্মদ নাসির ও মো. মোর্শেদ।
Walang nakitang komento


News Card Generator