close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাবেক আইজিপি বেনজীরের মেয়ের দুবাইয়ের সম্পদ জব্দের আদেশ

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
সাবেক আইজিপি বেনজীরের মেয়ের দুবাইয়ের সম্পদ জব্দের আদেশ আদালতের।

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের মেয়ে তাহসীন রাইসা বিনতে বেনজীর এর নামে বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।


দুদকের তথ্য অনুযায়ী, সাবেক পুলিশের মহাপরিদর্শক জনাব বেনজীর আহমেদের মেজ মেয়ে তাহসীন রাইসা বিনতে বেনজীর এর একটি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত। ওই অ্যাপার্টমেন্ট সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে থুনাই আবাসিক এলাকায়। অবৈধভাবে অর্জিত টাকা বিদেশে পাচার করে বেনজীর আহমেদের মেয়ে সম্পদ কিনেছেন বলে আদালতকে জানিয়েছে দুদক। এ ছাড়া দুবাইয়ে তাঁর (বেনজীরের মেয়ে) নামে থাকা দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত


এর আগে গত বছরের মে মাসে বেনজীর আহমেদ, তাঁর  সহধর্মিনী ও তিন মেয়ের স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছিলেন আদালত। একই সঙ্গে এ পাঁচজনের নামে থাকা ব্যাংক হিসাব এবং বিভিন্ন কোম্পানিতে তাঁদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করার আদেশও দেওয়া হয়।

Inga kommentarer hittades


News Card Generator