close

লাইক দিন পয়েন্ট জিতুন!

রূপগঞ্জে স্ত্রীকে কুপিয়ে মারল স্বামী

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
হাসান আরও বলেন, ধারালো অস্ত্রের আঘাতে আহত জান্নাত কাতরাচ্ছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রী রোকসানা বেগমকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়েছেন স্বামী নুর জামাল। এ সময় পাঁচ বছরের শিশুকন্যা জান্নাত চিৎকার করলে তাকেও কুপিয়ে আহত করে পাষণ্ড বাবা। শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে তারাব পৌরসভার তেতলাব এলাকায় শহীদ মিজির বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রোকসানা (৩২) বরিশালের তরিকাটা গ্রামের আমতলী থানার শাজাহান হাওলাদারের মেয়ে। শিশু জান্নাত বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। নিহতের ভাই হাসান বলেন, আমিও ওই বাড়িতেই পাশে ভাড়া থাকি। ৮ বছর আগে রোকসানা আদমজী ইপিজেডে কাজ করার সময় নুর জামালের সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায়ে তারা বিয়ে করেন। কিছুদিন পর থেকে তাদের পারিবারিক কলহ শুরু হয়। প্রায়ই নুর জামাল রোজিনাকে মারধর করত। গত এক বছর আগে ঝগড়ার সময় রোকসানার মাথায় আঘাত করে জখম করে। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যার দিকেও তাদের ঝগড়া হয়। এরপর যথারীতি তারা এক সঙ্গে ঘুমিয়ে পড়ে। ভোর সোয়া ৫টায় নুর জামাল আমাকে ফোন করে রোকসানা গুরুতর অসুস্থ বলে জানায়। তাৎক্ষণিক আমি সেখানে গিয়ে দেখি ঘরের দরজা খোলা আমার বোনের নিথর দেহ মেঝেতে পড়ে আছে। হাসান আরও বলেন, ধারালো অস্ত্রের আঘাতে আহত জান্নাত কাতরাচ্ছে। চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। পরে দ্রুত জান্নাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) জুবায়ের হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক বিরোধের জেরে স্বামী নুর জামাল তার স্ত্রী রোজিনাকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ঘাতক নুর জামালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
نظری یافت نشد


News Card Generator