close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

রেল লাইনে পাটের বস্তা ফেলে ট্রেন পার

Mirza Mizanur Rahman Mizan avatar   
Mirza Mizanur Rahman Mizan
রেল লাইনে পাটের বস্তা ফেলে ট্রেন পার
স্থান: ভাঙ্গুড়া, পাবনা
তারিখ: ২৪ জুন ২০২৫..

রেল লাইনে পাটের বস্তা ফেলে ট্রেন পার
স্থান: ভাঙ্গুড়া, পাবনা
তারিখ: ২৪ জুন ২০২৫

পাবনার ভাঙ্গুড়ায় ঈশ্বরদী-জয়দেবপুর রেললাইনের একটি অংশ ধসে পড়ায় অস্থায়ীভাবে পাটের বস্তা ফেলে ঝুঁকিপূর্ণভাবে ট্রেন পার করানো হয়েছে। মঙ্গলবার সকালে ভাঙ্গুড়া রেল স্টেশনের পাশের এই অংশে সমস্যাটি নজরে আসে।

এতে ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস প্রায় ৩০ মিনিট দাঁড়িয়ে থাকে। পরে কিছুটা মেরামতের পর পাটের বস্তা ব্যবহার করে ট্রেনটি পার করানো হয়।

জানা গেছে, ভাঙ্গুড়া স্টেশনের পশ্চিম পাশে প্রায় ৫০০ ফুট রেললাইন সম্প্রসারণের কাজ চলছিল। ওই সময় একাংশ দেবে গিয়ে নিচের মাটি সরে ফাঁকা হয়ে পড়ে। ফলে লাইনটি ভয়ংকরভাবে দুর্বল হয়ে পড়ে।

রেল কর্মীরা সকালেই বিষয়টি নজরে আনলে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। সকাল সাড়ে ১০টার দিকে ঝুঁকি নিয়েই ধুমকেতু এক্সপ্রেসকে পার করানো হয়। এসময় উপস্থিত সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

এ ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনায় এমন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়ায় রেল কর্তৃপক্ষের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠেছে। সাময়িক সময় সাশ্রয়ের জন্য বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয় বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

ভাঙ্গুড়া বড়াল ব্রিজ রেল স্টেশনের ইনচার্জ শফিউল আলম জানান, সাময়িক মেরামতের মাধ্যমে ট্রেন পার করানো হয়েছে, বর্তমানে স্থায়ী মেরামতের কাজ চলছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

তবে স্থানীয়দের মত, এই সিদ্ধান্ত ছিল চরম অদূরদর্শী ও মারাত্মক ঝুঁকিপূর্ণ, যা ভবিষ্যতে প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator