close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

রেকর্ড মূল্যে ইউনাইটেডে নাম লেখালেন ম্যাথিয়াস কুনিয়া

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
****

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড বর্তমানে ক্লাব ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। প্রিমিয়ার লিগের ২০২৪–২৫ মৌসুমে ১৫তম স্থানে থেকে মৌসুম শেষ করেছে ইংল্যান্ডের সর্বাধিক সফল ক্লাবটি। ইউরোপা লিগের ফাইনালেও হতাশা ঘুচেনি—টটেনহ্যাম হটস্পারের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে রুবেন আমোরিমের দল।

এমন ব্যর্থতার পরিণতিতে নতুন মৌসুমে ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় খেলার সুযোগ হারিয়েছে ইউনাইটেড। ফলে পুরনো সব হতাশা ভুলে নতুন মৌসুমে নতুন করে পথচলা শুরু করতে চায় ওল্ড ট্রাফোর্ডের দলটি। আসন্ন দলবদলে অনেক পুরনো মুখ ক্লাব ছাড়তে পারেন, অন্যদিকে দলে নতুন রক্ত সঞ্চারের লক্ষ্যেও কাজ শুরু করে দিয়েছে কোচ আমোরিম।

গ্রীষ্মকালীন দলবদল বাজারে ইতোমধ্যে প্রথম সাইনিং সম্পন্ন করেছে ইউনাইটেড। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাথিয়াস কুনিয়াকে দলে ভিড়িয়েছে রেড ডেভিলরা। ২৬ বছর বয়সী এই ফুটবলারকে দলে ভেড়াতে কুনিয়ার রিলিজ ক্লজ অনুযায়ী ৬২.৫ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,০২৯ কোটি টাকা) পরিশোধ করতে হয়েছে ইউনাইটেডকে। যা উলভারহ্যাম্পটনের ইতিহাসে সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া খেলোয়াড়ের রেকর্ড।

পাঁচ বছরের চুক্তিতে ইউনাইটেডে যোগ দিয়েছেন কুনিয়া। তবে চুক্তিতে একটি অতিরিক্ত বছরের অপশনও রাখা হয়েছে, ক্লাব ও খেলোয়াড় চাইলে সেটি কার্যকর করা যাবে।

সুইজারল্যান্ডের ক্লাব সিয়ানে ক্যারিয়ার শুরু করেছিলেন কুনিয়া। এরপর খেলেছেন জার্মানির আরবি লাইপজিগ ও হার্থা বার্লিনে। ২০২১ সালে স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দিয়ে সেখানে দুই মৌসুমে ৫৪ ম্যাচে করেন ৭ গোল ও ৮ অ্যাসিস্ট।

এরপর ২০২৩ সালে ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটনে নাম লেখান। ক্লাবটির হয়ে আড়াই মৌসুমে ৯২ ম্যাচে করেছেন ৩৩ গোল ও ১৫ অ্যাসিস্ট। সদ্য শেষ হওয়া মৌসুমে দ্বিতীয় স্ট্রাইকার হিসেবে ৩৩ ম্যাচে ১৫ গোল ও ৬ অ্যাসিস্ট করে নজর কাড়েন।

没有找到评论


News Card Generator