close
  
  
         
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
					রেজাউল করিম মল্লিক ডিএমপি গোয়েন্দা প্রধান হিসেবে নিযুক্ত
রেজাউল করিম মল্লিক ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন। ১ সেপ্টেম্বরের অফিস আদেশে তাকে অতিরিক্ত পুলিশ কমিশনার থেকে ডিবির প্রধান হিসেবে বদলি করা হয়েছে। রেজাউল ১৭তম বিসিএসের কর্মকর্তা এবং ১৯৯৮ সালে পুলিশে যোগ দেন। আগের ডিবি প্রধান ছিলেন মোহাম্মদ হারুন অর রশিদ, যিনি ২০২২ সালে এ পদে নিয়োগ পেয়েছিলেন।
					
					
					
					
					
					
    
					
					
			
					
					
					
					
					
					
					
				
				
				
				No comments found
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			