close

লাইক দিন পয়েন্ট জিতুন!

রাস্তায় স্ত্রী'র রিল বানানোর কারণে, পুলিশ সদস্য বরখাস্ত ......

Umme Hani Akter avatar   
Umme Hani Akter
অজয় কুণ্ডু নামে চন্ডিগড় পুলিশের একজন সিনিয়র কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে, রাস্তায় তার স্ত্রীর ভিডিও রিল বানানো নিয়ে যানজট তৈরি হওয়ায়র কারণে।..

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্ত্রীর এই কাণ্ডের জন্য তাকে বরখাস্ত করা হয়।

গত ২০ মার্চ সেক্টর-২০ গুরুদ্বারা চৌকে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, ভিডিওটি অজয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছিল।

২০ মার্চ সন্ধ্যা সাড়ে ৪টার দিকে সেক্টর-২০ গুরুদ্বারা চৌকের জেব্রা ক্রসিংয়ে জনপ্রিয় হরিয়ানি গানের তালে নাচছিলেন অজয় কুন্ডুর স্ত্রী জ্যোতি। সেক্টর ৩২-এর একটি মন্দিরে পূজা শেষে তিনি তার ননদ পূজার সহায়তায় এই রিল ভিডিও ধারণ করেন বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছেন।

ভিডিওতে দেখা যায়, ব্যস্ত সড়কে নাচের কারণে যানজট সৃষ্টি হলেও জ্যোতি ছিলেন সম্পূর্ণ উদাসীন। আপলোডের পর ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর হেড কনস্টেবল জসবীর সেক্টর ৩৪ থানায় অভিযোগ দায়ের করেন। চণ্ডীগড় পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তদন্ত শুরু করে। এএসআই বালজিৎ সিংয়ের নেতৃত্বে একটি দল সেক্টর ২০ গুরুদ্বারা চৌক ও সেক্টর ১৭ থানার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। তদন্তে যানজট ও জননিরাপত্তার ঝুঁকির প্রমাণ পাওয়ায় জ্যোতি ও পূজার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (বিএনএস) ধারা ১২৫, ২৯২ ও ৩() অনুযায়ী এফআইআর দায়ের করা হয়। 

পুলিশ জানায়, ভিডিওটি অজয় কুন্ডুর ইনস্টাগ্রাম থেকে পোস্ট হওয়ায় তাকে সেক্টর-১৯ থানা থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে জ্যোতি ও পূজাকে জামিন দেওয়া হয়েছে।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘স্ত্রীর কাজের জন্য স্বামীকে বরখাস্ত করা ঠিক নয়, এটা শুধু মজার জন্য ছিল।” আরেকজন মন্তব্য করেছেন, “রিল বানানোর এই নেশা কবে বন্ধ হবে? মানুষের কাজে মনোযোগ দেওয়া উচিত।’

 

Tidak ada komentar yang ditemukan


News Card Generator