close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

রাশিয়ার পক্ষে লড়াইয়ে আধুনিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার সেনারা, নতুন কৌশলে রুশ বাহিনী!

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তিন বছর ছুঁই ছুঁই। ক্রমেই শক্তিশালী হচ্ছে রুশ বাহিনী, যা ইউক্রেনীয় সেনাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এরই মধ্যে নতুন সংকটের মুখে ইউক্
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তিন বছর ছুঁই ছুঁই। ক্রমেই শক্তিশালী হচ্ছে রুশ বাহিনী, যা ইউক্রেনীয় সেনাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এরই মধ্যে নতুন সংকটের মুখে ইউক্রেন, কারণ রাশিয়ার পক্ষে লড়াই করতে উত্তর কোরিয়া বিপুলসংখ্যক সেনা পাঠিয়েছে। উত্তর কোরিয়ার সেনাদের শক্তি বৃদ্ধি ইউক্রেনীয় সেনারা জানিয়েছে, উত্তর কোরিয়ার সেনারা যুদ্ধক্ষেত্রে দ্রুত খাপ খাইয়ে নিচ্ছে এবং ক্রমশ আরও শৃঙ্খলাবদ্ধ হয়ে উঠছে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ-এর মতে, এখন পর্যন্ত কুরস্ক অঞ্চলে উত্তর কোরিয়ার প্রায় ১১ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। দক্ষিণ কোরিয়া জানিয়েছে, কিয়েভের দখলকৃত এলাকাগুলো পুনর্দখল করতে উত্তর কোরিয়া আরও সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সেনারা গত ৪ নভেম্বর কুরস্ক অঞ্চলে পৌঁছে এবং ১০ দিন পর যুদ্ধ শুরু করে। ইউক্রেনীয় বাহিনীর দাবি, শুরুর দিকে তারা বড় ক্ষতির সম্মুখীন হলেও বর্তমানে তাদের ক্ষতির হার কমে এসেছে। যুদ্ধের প্রথম ৪০ দিনে উত্তর কোরিয়ার ৩ হাজার সেনা নিহত হলেও পরবর্তী ২০ দিনে এ সংখ্যা কমে ১ হাজারে নেমে আসে। অর্থাৎ, দিনে গড়ে ৫০ জন সেনা নিহত হচ্ছে। উন্নত অস্ত্রে সজ্জিত কোরীয় সেনারা, ক্ষুব্ধ রুশ সেনারা কুরস্ক অঞ্চলে মোতায়েন ইউক্রেনীয় বাহিনীর সার্জেন্ট ওলেগ চাউস জানান, বড় দিনের আগের সন্ধ্যায় রুশ বাহিনীর তিনটি দল হামলা চালায়, যার মধ্যে উত্তর কোরিয়ার সেনারাও ছিল। তারা অত্যাধুনিক অস্ত্রসহ যুদ্ধ পরিচালনা করছিল। তাদের কাছে উন্নত গ্রেনেড লঞ্চার, নাইট ভিশন গগলস ও বিশেষ সামরিক ব্যাগ ছিল। ইউক্রেনের সামরিক সদস্য পেত্রো গাইদাশচুক জানান, উত্তর কোরিয়ার সেনারা এখন অনেক বেশি প্রশিক্ষিত ও সাহসী। তারা যুদ্ধক্ষেত্রে আহত হলেও লড়াই চালিয়ে যায়। কিন্তু উত্তর কোরিয়ার সেনাদের উন্নত অস্ত্র ও ভালো সুযোগ-সুবিধা পাওয়ায় রুশ সেনাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। রাশিয়ার নতুন কৌশল: ‘উট’ পদ্ধতি ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে নতুন কৌশল গ্রহণ করেছে রুশ বাহিনী। নতুন পদ্ধতিতে, কিছু রুশ সেনা শুধুমাত্র গোলাবারুদ নিয়ে সম্মুখ সারিতে যান এবং সেগুলো রেখে ফিরে আসেন। পরে সম্মুখ সারির অন্য সেনারা ওই গোলাবারুদ সংগ্রহ করে যুদ্ধ চালান। এসব সেনাদের ‘ক্যামেল’ (উট) নামে ডাকা হচ্ছে। এ ছাড়া, রুশ বাহিনী নতুন একটি আত্মঘাতী কৌশল গ্রহণ করেছে। কখনো কখনো একজন রুশ সেনা নিরস্ত্র অবস্থায় যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে যায়। ইউক্রেনীয় বাহিনী তাকে গুলি করলে রুশ বাহিনী ওই অবস্থান শনাক্ত করে তীব্র পাল্টা হামলা চালায়। উত্তর কোরিয়ার বিনিময় চুক্তি বিশ্লেষকরা মনে করছেন, সেনা পাঠানোর বিনিময়ে উত্তর কোরিয়া রাশিয়া থেকে অর্থনৈতিক ও সামরিক সহায়তা পাচ্ছে। যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের বিশেষজ্ঞ কিয়ার গিলস বলেন, ‘‘রাশিয়ার এখনো প্রচুর সেনাসদস্যের প্রয়োজন। উত্তর কোরিয়া রাশিয়ার কাছ থেকে প্রাপ্ত সুবিধাগুলোকে অত্যন্ত মূল্যবান মনে করছে। তাই আরও সেনা পাঠানোর সম্ভাবনা রয়েছে।’’ বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয়, তবে ইউক্রেনের জন্য যুদ্ধ আরও কঠিন হয়ে উঠতে পারে। অন্যদিকে, রাশিয়ার এই কৌশল ভবিষ্যতে বিশ্ব রাজনীতিতেও বড় পরিবর্তন আনতে পারে।
No comments found