close

লাইক দিন পয়েন্ট জিতুন!

রাশিয়ার তেল কেনা না কমালে ভারতের ওপর আরও শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রয়টার্সের তথ্যমতে, রাশিয়া থেকে তেল আমদানি দৈনিক ১০ লাখ ব্যারেলের নিচে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে নয়াদিল্লি।..

রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখলে ভারতের ওপর আরও উচ্চ হারে শুল্ক আরোপ করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৪ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ভারতের ওপর তার অসন্তোষ প্রকাশ করেন।

ট্রাম্পের বক্তব্য: ট্রাম্প বলেন, ‘‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন ভালো মানুষ এবং তিনি জানেন যে আমি ভারতের ওপর সন্তুষ্ট নই।’’ তিনি স্পষ্ট করে জানান, তাকে খুশি করতে হলে রাশিয়া থেকে তেল কেনা কমাতে হবে, অন্যথায় খুব দ্রুতই ভারতীয় পণ্যের ওপর আরও বেশি শুল্ক আরোপ করা হতে পারে।

প্রেক্ষাপট ও বাণিজ্য পরিস্থিতি: গত বছর রাশিয়া থেকে তেল আমদানির কারণে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর আমদানি শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করেছিল। তবুও নভেম্বরে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি উল্টো বেড়েছে। এতে উৎসাহিত হয়ে ভারত বাণিজ্য শর্তগুলোর বিষয়ে কঠোর অবস্থান বজায় রেখেছে, বিশেষ করে কৃষিপণ্য আমদানিতে নমনীয়তা দেখাচ্ছে না।

ভারতের পদক্ষেপ: প্রকাশ্যে কঠোর অবস্থান দেখালেও পর্দার আড়ালে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির চেষ্টা করছে। রয়টার্সের তথ্যমতে, রাশিয়া থেকে তেল আমদানি দৈনিক ১০ লাখ ব্যারেলের নিচে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে নয়াদিল্লি। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এখন নিয়মিত তেল শোধনাগারগুলোর কাছ থেকে আমদানির হিসাব তলব করছে।

উল্লেখ্য, শুল্ক আরোপের পর মোদি ও ট্রাম্পের মধ্যে একাধিকবার ফোনালাপ এবং দ্বিপাক্ষিক আলোচনা হলেও এখনো কোনো চূড়ান্ত সমাধান আসেনি।

No comments found


News Card Generator