close

লাইক দিন পয়েন্ট জিতুন!

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রাশিয়ার ড্রোন হামলায় খারকিভে একজন নিহত ও একজন আহত, ইউক্রেনের সেনাবাহিনী মস্কোর তেল শোধনাগারে পাল্টা হামলা চালিয়েছে।..

রাশিয়া-ইউক্রেন সংঘাতের মধ্যে খারকিভ অঞ্চলে আবারো রাশিয়ার ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বুধবার সকালে রাশিয়ার হামলায় খারকিভের বোরিভস্কে একটি খামার ও গুদাম আগুনে পুড়ে যায়। হামলায় একজন নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন খারকিভ গভর্নর ওলেগ সিনেগুবভ। তিনি টেলিগ্রামে জানিয়েছেন, "বোরিভস্কে রাশিয়ার ড্রোন হামলার ফলে গুদাম ও যানবাহনে আগুন লেগেছে, যার ফলে একজন নিহত ও একজন আহত হয়েছেন।"

সিনেগুবভ আরও জানিয়েছেন, ভোলোস্কা বালাক্লিয়া গ্রামের আরেকটি খামারও লক্ষ্যবস্তু ছিলো, যেখানে রাশিয়ার হামলায় একটি গুদাম আগুনে পুড়ে যায়। তবে এই ঘটনাতে হতাহতের খবর পাওয়া যায়নি। একই সঙ্গে খারকিভের নভোবাভারস্কি জেলার মেয়র ইগর তেরেখভ টেলিগ্রামে বলেন, এই অঞ্চলে হামলার পর কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এরই মাঝে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার পশ্চিম সারাতোভ অঞ্চলের একটি তেল শোধনাগারে বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে। ইউক্রেন জানায়, এই তেল শোধনাগার রাশিয়ার সামরিক ইউনিটদের জ্বালানি ও লুব্রিকেন্ট সরবরাহের জন্য ব্যবহৃত হচ্ছিলো। তবে রাশিয়ান কর্তৃপক্ষ এখনও এই হামলার বিষয়টি নিশ্চিত করেনি।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রুশ-ইউক্রেন যুদ্ধ তিন বছরের বেশি সময় পেরিয়ে গেলেও দুই দেশের মধ্যে সংঘাত থামেনি। যুদ্ধবিরতির যেসব প্রচেষ্টা হয়েছিলো সেগুলো স্থবির হয়ে পড়েছে এবং লড়াই অব্যাহত রয়েছে। বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার ড্রোন হামলা এবং ইউক্রেনের পাল্টা বিমান হামলা এই সংঘাতকে আরো জটিল করে তুলেছে।

বিশ্লেষকরা বলছেন, এই ধরনের হামলা দুই দেশের মধ্যকার উত্তেজনা আরো বাড়াবে এবং সম্ভাব্য শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করবে। আন্তর্জাতিক মহল এই পরিস্থিতি নজরদারি করছে এবং দ্রুত সংঘাত কমানোর জন্য দিকনির্দেশনা দিচ্ছে।

খারকিভ, ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ প্রান্তিক শহর হওয়ায়, এখানে হামলা হলে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয় এবং অবকাঠামোর ক্ষতি হয়। এই অঞ্চলের পরিস্থিতি নিয়ে বিশ্ববাসী উদ্বিগ্ন। রাশিয়া-ইউক্রেন সংঘাতের এ নতুন মোড় যুদ্ধের পরবর্তী পর্যায়কে নির্ধারণ করতে পারে।

পরবর্তী সময়ে পরিস্থিতি কেমন হবে এবং কোন দিকে সংঘাত গড়াবে তা সময়ই বলবে। তবে বর্তমানে খারকিভে রাশিয়ার ড্রোন হামলা এবং ইউক্রেনের পাল্টা বিমান হামলা যুদ্ধের তীব্রতা নতুন করে ছড়িয়ে দিয়েছে।

Inga kommentarer hittades