রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজন আটক

হাসিনুজ্জামান মিন্টু,, avatar   
হাসিনুজ্জামান মিন্টু,,
রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজন আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
<..

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৯টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রাণীশংকৈল থানার একটি বিশেষ দল উপজেলার ৫ নম্বর বাচোর ইউনিয়নের রাজোর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তির কাছ থেকে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

আটক ব্যক্তি হলেন মোহাম্মদ আনসারুল (৪২)। তিনি রাজোর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

 

অভিযানকালে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরে আটক ব্যক্তিকে রাণীশংকৈল থানায় হস্তান্তর করা হয়।

 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator