close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

রাণীশংকৈলে ‘ডেভিল হান্ট-২’ অভিযানে আওয়ামী লীগ নেতা প্রশান্ত বসাক গ্রেপ্তার..

হাসিনুজ্জামান মিন্টু,, avatar   
হাসিনুজ্জামান মিন্টু,,
রাণীশংকৈলে ‘ডেভিল হান্ট-২’ অভিযানে আওয়ামী লীগ নেতা প্রশান্ত বসাক গ্রেপ্তার


ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে আই..

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট-২’ জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত প্রায় ৯টার দিকে পৌর শহরের বন্দর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে বন্দর এলাকার একটি দর্জির দোকান থেকে প্রশান্ত বসাক (৫২) নামের ওই নেতাকে আটক করা হয়। পরবর্তীতে একটি বিস্ফোরক সংক্রান্ত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

 

গ্রেপ্তারকৃত প্রশান্ত বসাক রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের তথ্য, গবেষণা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি পৌর শহরের বন্দর এলাকার বাসিন্দা এবং প্রয়াত মহেন্ত বসাকের সন্তান। দীর্ঘদিন ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

 

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি রাণীশংকৈল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার তথ্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে রাতেই ঠাকুরগাঁও জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Inga kommentarer hittades


News Card Generator