close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

রাণীগঞ্জ গরুর হাটে আমদানি বেশি, চাহিদা কম — হতাশ বিক্রেতারা..

Md Mehedi Hasan  avatar   
Md Mehedi Hasan
ঈদুল আযহা সামনে রেখে হাট জমজমাট, তবে বড় গরুর মালিকদের নজর এখন ঢাকার বাজারে


‎মোঃ মেহেদী হাসান, দিনাজপুর।

‎দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ গরুর হাটে ঈদুল আযহাকে কেন্দ্র করে গরু ও ছাগলের ব্যাপক আমদানি হয়েছে। তবে হাটে ক্রেতার তুলনামূলক উপস্থিতি কম, ফলে আশানুরূপ দাম না পেয়ে হতাশ বিক্রেতারা।

‎বড় গরুর মালিকরা জানান, হাটে তাদের গরুর উপযুক্ত দাম মিলছে না। অনেকে সিদ্ধান্ত নিচ্ছেন, স্থানীয় হাটে বিক্রি না করে ঢাকায় নিয়ে গিয়ে বিক্রি করবেন ঈদের পূর্বে।

‎এক বিক্রেতা বলেন, “এতো বড় গরু, অথচ দাম উঠছে না। ঢাকায় নিলে হয়তো লাভের সুযোগ থাকবে।”

‎ছাগলের বাজারেও চিত্র একই। প্রচুর ছাগল থাকলেও দাম একেবারে পড়ে গেছে। এক ব্যবসায়ী জানান, “আগে যেটা ২০ হাজারে বিক্রি হতো, এখন সেটার দাম ১৬/১৭ হাজার টাকায়ও নেই।”

‎হাটের এমন পরিস্থিতিতে বিক্রেতারা যেমন দুশ্চিন্তায়, তেমনি ক্রেতারাও অপেক্ষায় রয়েছেন শেষ সময়ে ভালো দাম পাওয়ার আশায়।


Inga kommentarer hittades


News Card Generator