মোঃ মেহেদী হাসান, দিনাজপুর।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ গরুর হাটে ঈদুল আযহাকে কেন্দ্র করে গরু ও ছাগলের ব্যাপক আমদানি হয়েছে। তবে হাটে ক্রেতার তুলনামূলক উপস্থিতি কম, ফলে আশানুরূপ দাম না পেয়ে হতাশ বিক্রেতারা।
বড় গরুর মালিকরা জানান, হাটে তাদের গরুর উপযুক্ত দাম মিলছে না। অনেকে সিদ্ধান্ত নিচ্ছেন, স্থানীয় হাটে বিক্রি না করে ঢাকায় নিয়ে গিয়ে বিক্রি করবেন ঈদের পূর্বে।
এক বিক্রেতা বলেন, “এতো বড় গরু, অথচ দাম উঠছে না। ঢাকায় নিলে হয়তো লাভের সুযোগ থাকবে।”
ছাগলের বাজারেও চিত্র একই। প্রচুর ছাগল থাকলেও দাম একেবারে পড়ে গেছে। এক ব্যবসায়ী জানান, “আগে যেটা ২০ হাজারে বিক্রি হতো, এখন সেটার দাম ১৬/১৭ হাজার টাকায়ও নেই।”
হাটের এমন পরিস্থিতিতে বিক্রেতারা যেমন দুশ্চিন্তায়, তেমনি ক্রেতারাও অপেক্ষায় রয়েছেন শেষ সময়ে ভালো দাম পাওয়ার আশায়।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
Tidak ada komentar yang ditemukan



















