বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট-২ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের সহধর্মিনী তাহমিনা শেখ পিয়া রাখালগাছি ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। বুধবার (২১ জানুয়ারি) বিকালে রাখালগাছি বাজার কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মহিলা দলনেত্রী দিলারা মাসুদের সভাপতিত্বে ও ৭নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বাগেরহাটা জেলা জাসাসের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লোনা, মোল্লাহাট উপজেলা মহিলা দলের আহ্বায়ক পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা, মহিলা দলের সাবেক যুগ্ম-সাধারণ সাধারণ সম্পাদক তুরানী খান, মহিলা দলনেত্রী মনিরা ইসলাম, বাগেরহাট সদর উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, মহিদুল ইসলাম, রাখালগাছি ইউনিয়ন বিএনপি'র সভাপতি ফকির আল মামুন টিপু, সাধারণ সম্পাদক খান গোলজার আলী, যুগ্মসাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান, রাখালগাছি ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি বিষ্ণুপদ দাস, সাধারণ সম্পাদক সুমন দাস, মহিলা দলনেত্রী নাজমা ইসলাম, রোজী আক্তার, রোকসানা বেগম, রাখালগাছি ইউনিয়ন বিএনপি নেতা শেখ মাহফুজুর রহমান সেন্টু, সাইফুজ্জামান বাবু, শেখ নাজমুল, শেখ মনসুর আলী, বিভিন্ন ওয়ার্ড বিএনপি'র সভাপতি ও সাধারণ সম্পাদক'সহ স্থানীয় বিএনপি'র নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী মহিলারা উপস্থিত ছিলেন।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
রাখালগাছি ইউপি পূজা উদযাপন ফ্রন্টের সাথে ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের সহধর্মিনী'র মতবিনিময়..
Keine Kommentare gefunden



















