ঢাকার মিরপুরের শেওড়াপাড়া এলাকায় নকশা বহির্ভূত নির্মাণ কার্যক্রমের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে বেশ কয়েকটি নির্মাণাধীন ভবনের নকশা বহির্ভূত অংশ অপসারণ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও একটি ভবনকে অর্থদণ্ড প্রদান করা হয়।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দেখা যায়, অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ, ভয়েড না রাখা এবং পর্যাপ্ত সড়কপথের ব্যবস্থা না থাকায় বেশ কয়েকটি ভবনের বর্ধিতাংশ ভেঙে ফেলা হয়। অভিযানে একটি ভবনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়, পাশাপাশি কয়েকটি ভবনের বৈদ্যুতিক মিটার জব্দ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
রাজউক জানায়, ভবন নির্মাণের ক্ষেত্রে তিন দফা মৌখিক ও লিখিত নোটিশ প্রদান করা হলেও তা উপেক্ষা করে কাজ চালানো হচ্ছিল। ফলে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। অভিযানে সহায়তা করে পুলিশ বাহিনী।
অভিযানের সময় ভবন সংশ্লিষ্ট কয়েকজন জানান, তারা অনুমোদিত নকশা অনুযায়ী কাজ করছেন বলে দাবি করেন এবং নোটিশ পাওয়ার পর পর্যাপ্ত সময় না পাওয়ার কথা বলেন।
রাজউক কর্তৃপক্ষ জানিয়েছে, নগরকে বাসযোগ্য রাখতে নকশা লঙ্ঘনকারী সকল ভবনের বিরুদ্ধেই এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।