close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

রাজশাহী মহানগর বিএনপির সাত থানার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা!

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রাজশাহী মহানগর বিএনপির সাতটি থানার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল রাতে বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা এবং সদস্য সচিব মামুন অর রশিদ স্বাক্ষর
রাজশাহী মহানগর বিএনপির সাতটি থানার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল রাতে বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা এবং সদস্য সচিব মামুন অর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশিত হয়। এই কমিটিতে ৩৫ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে, যার মধ্যে আহ্বায়ক ও সদস্য সচিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন নেতৃত্ব এসেছেন। কমিটির আওতায় নতুন দায়িত্ব পাওয়া নেতৃবৃন্দের মধ্যে: বোয়ালিয়া থানা (পূর্ব): আহ্বায়ক আশরাফুল ইসলাম নিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব আলাউদ্দিন আলী। বোয়ালিয়া থানা (পশ্চিম): আহ্বায়ক শামশুল হোসেন মিলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফ আলী, সদস্য সচিব বজলুজ্জামান মোহন। মতিহার থানা: আহ্বায়ক একরাম আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতিয়ার মাহমুদ বাবু, সদস্য সচিব আল মামুন বাবু। রাজপাড়া থানা: আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ উল হাসান লিটন, সদস্য সচিব আমিনুল ইসলাম। শাহমুখদুম থানা: আহ্বায়ক সুমন সরদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব নাসিম খান। চন্দ্রিমা থানা: আহ্বায়ক ফাইজুল হক ফাহি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান, সদস্য সচিব মনিরুল ইসলাম জনি। কাশিয়াডাঙ্গ থানা: আহ্বায়ক মাইনুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু আলম খান উজ্জাল, সদস্য সচিব মজিউল আহসান হিমেল। উল্লেখযোগ্য যে, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ২০২১ সালের ১০ মার্চ ঘোষণা করা হয়েছিল, এবং এবার নতুন কমিটির মাধ্যমে দল আরও শক্তিশালী হয়ে উঠছে।
Nema komentara