রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজে ভর্তি,

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কৃষি ও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি শুরু। এসএসসি-এইচএসসিতে সর্বমোট জিপিএ ৬.৫০ হলেই আবেদন করা যাবে। বিস্তারিত জেনে নিন আবেদন পদ্ধতি ও যোগ্যতা।..

২০২৪-২৫ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ও কৃষি কলেজে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। ইতোমধ্যে ১ মে দুপুর ১২টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে।

আবেদন করতে হলে শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু যোগ্যতা ও প্রক্রিয়া মেনে চলতে হবে। আবেদনকারীদের নিজ নিজ কলেজ/ইনস্টিটিউটে সরাসরি যোগাযোগ করে আবেদনের যাবতীয় কাগজপত্র জমা দিতে হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করে, প্রত্যেক অধিভুক্ত কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র (সনদপত্র ও ট্রান্সক্রিপ্টসহ) সংগ্রহ করবে। এরপর এসব তথ্য ও কাগজপত্র জমা দিয়ে আইসিটি সেন্টারের মাধ্যমে আবেদনপত্র পাঠানো হবে বিশ্ববিদ্যালয়ে।

ভর্তি ফি বাবদ শিক্ষার্থীকে ৩৩০ টাকা (সার্ভিস চার্জসহ) অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করতে হবে। আইসিটি সেন্টারের ব্যয় নির্বাহের পর অবশিষ্ট অর্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট অ্যাকাউন্টে (হিসাব নম্বর: ০২০০০১৯৫২৫৬৩৩) স্থানান্তর করতে হবে।

 ভর্তির যোগ্যতা:

১. এইচএসসি পাসের বছর:
২০২২ অথবা পরবর্তী বছরে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

২. বিভাগ ও বিষয়:
শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে পাসকৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। বিষয় হিসেবে থাকতে হবে পদার্থ, রসায়ন এবং গণিত বা জীববিজ্ঞান।

৩. জিপিএ শর্ত:

  • এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে।

  • প্রতিটি পরীক্ষায় পৃথকভাবে জিপিএ কমপক্ষে ৩.০০ থাকতে হবে।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, কৃষি, ফিশারিজ, ফুড অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স, হেলথ (আইএইচটি ম্যাটস), অথবা নার্সিং পাসকৃত শিক্ষার্থীদের ফলাফল ৪ স্কেল থেকে ৫ স্কেলে রূপান্তর করে দেখা হবে। তবে ডিপ্লোমা পরীক্ষায় জিপিএ ২.৫০-এর নিচে হলে আবেদন করা যাবে না।

৫. ভোকেশনাল শিক্ষার্থীদের জন্য:
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে।

ভর্তি বিজ্ঞপ্তি এবং আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নির্দিষ্ট কলেজগুলোর নাম, বিভাগভিত্তিক আসনসংখ্যা এবং ভর্তি পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

আবেদনপত্র জমা দেওয়ার আগে কলেজে সরাসরি যোগাযোগ করা বাধ্যতামূলক।
ভর্তি কার্যক্রমে জালিয়াতির চেষ্টা করলে আবেদন বাতিল হবে।
ফি অনলাইনে পরিশোধের সময় নির্দিষ্ট রেফারেন্স ও নির্দেশনা অনুসরণ করতে হবে।

No comments found