close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

রাজনৈতিক শিষ্টাচার হারাচ্ছেন নতুন নেতারা: শ্রমিকদল নেতা নাঈম..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
৫ তারিখের পরে জন্ম নেওয়া অনেক নেতারাই এখন নিজেদের কে অনেক বড় নেতা বলে জাহির করতেছেন। আপনাদের লজ্জা না থাকতে পারে, কিন্তু আমাদের লজ্জা বুদ্ধি বলতে একটা জিনিস এখনও আছে।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: দলীয় রাজনীতিতে হঠাৎ করে উত্থান হওয়া কিছু নবাগত নেতা নিজেদের ‘বড় নেতা’ হিসেবে জাহির করতে গিয়ে রাজনৈতিক শিষ্টাচার ও দায়িত্বশীলতা হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন ২নং মেদুয়ারী ইউনিয়ন শ্রমিকদলের সাবেক সভাপতি মাহফুজ আলম খান নাঈম।

সম্প্রতি এক বক্তব্যে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “৫ তারিখের পরে জন্ম নেওয়া অনেক নেতারাই এখন নিজেদের কে অনেক বড় নেতা বলে জাহির করতেছেন। আপনাদের লজ্জা না থাকতে পারে, কিন্তু আমাদের লজ্জা বুদ্ধি বলতে একটা জিনিস এখনও আছে।” তিনি আরও বলেন, “আমার কাছে মনে হয়, এরা টাকার জন্য নিজেদের বউ পর্যন্ত বিক্রি করে দিতে পারবে।”

নাঈম তার বক্তব্যে সতর্ক করে বলেন, “আপনারা নির্বাচন পর্যন্ত ফালা-ফালি করতে থাকেন, এরপর কোন অবস্থায় থাকবেন তা সময় হলেই টের পাবেন।”

এই বক্তব্যে দলীয় শৃঙ্খলার প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি এবং দলের অভ্যন্তরে বিভক্তি ও ব্যক্তি স্বার্থকে রাজনৈতিক আদর্শের চেয়ে বড় করে তোলার প্রবণতার সমালোচনা করেন।

তিনি আরও বলেন, “দলের প্রতি আমাদের ভালোবাসা, আত্মত্যাগ ও দীর্ঘদিনের সংগ্রামই আমাদের পরিচয়। হঠাৎ করে আবির্ভূত হয়ে কেউ যদি নিজেদের বড় নেতা ভাবে, তাহলে তাদের মানসিকতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন থেকেই যায়।”

Nenhum comentário encontrado


News Card Generator