রাজধানীর খিলক্ষেত ও উত্তরখানে হিরোইন ও ইয়াবাসহ আটক ৪

ShahidulIslamkhokan avatar   
ShahidulIslamkhokan
****

 

রাজধানীর খিলক্ষেত ও উত্তরখান থেকে
হিরোইন ও ইয়াবাসহ মাদকসহ আটক ৪

শহিদুল ইসলাম খোকন :
রাজধানীর খিলক্ষেত ও উত্তরখান এলাকা থেকে বিপুল হেরোইন, ইয়াবা বড়িসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকালে খিলক্ষেত বাজার ও উত্তরখান মাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন সেনাবাহিনীর পূর্বাচল আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তারা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাবু (৩৩), রনি (৩৩), বক্কর (২৮) ও আলমগীর (৩৫)। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ১ কেজি হেরোইন, ৫৯৫ পিস ইয়াবা, মাদক বিক্রির ৪৫ হাজার টাকা, মাদকের সেবনের সরঞ্জামাদি, ছুরি, কাঁচি জব্দ করা হয়। মঙ্গলবার  বিকেলে পূর্বাচল আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেনাবাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে খিলক্ষেত বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি বাবুকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরখানে মাজার এলাকা থেকে রনি, বক্কর ও আলমগীরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁদের কাছ থেকে ১ কেজি হেরোইন, ৫শ '৯৫ পিস ইয়াবা, মাদক বিক্রির ৪৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগেও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁরা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলেও জানা গেছে।

গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য উত্তরখান থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী।
ক্যাপশন: খিলক্ষেত ও উত্তরখানে মাদকসহ গ্রেফতার ৪ জন। 

 

Hiçbir yorum bulunamadı