close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

রাজধানীর ফুট ওভার ব্রিজ দখলে হকারদের: পথচারীদের জন্য যেন হেঁটে যাওয়ার যুদ্ধ! ..

Sumon Hawlader avatar   
Sumon Hawlader
ঢাকার ফুট ওভার ব্রিজগুলো এখন হকারদের দখলে। হাঁটার পথ রীতিমতো শারীরিক ও মানসিক চাপের জায়গায় পরিণত হয়েছে। পথচারী চলবে কোথায়?..

রাজধানীর ফুট ওভার ব্রিজ দখলে হকারদের: পথচারীদের জন্য যেন হেঁটে যাওয়ার যুদ্ধ! 

সুমন হাওলাদার, ঢাকা থেকে
২১ এপ্রিল ২০২৫,
একসময় রাজধানী ঢাকার ফুট ওভার ব্রিজগুলো ছিল নিরাপদে রাস্তা পার হওয়ার নির্ভরযোগ্য মাধ্যম। আজ সেগুলো যেন আর হাঁটার জায়গা নয়, পরিণত হয়েছে হাটে। বাড্ডা থেকে মিরপুর, নিউ মার্কেট থেকে গুলিস্তান—প্রায় প্রতিটি ওভার ব্রিজেই ‘বাজার’ জমে উঠেছে। পথচারীদের পক্ষে এসব ব্রিজ দিয়ে নির্বিঘ্নে চলাফেরা এখন রীতিমতো যুদ্ধের শামিল।

বাড্ডা ফুট ওভার ব্রিজ: হাঁটার চেয়ে কেনাকাটার জায়গা!

বাড্ডা ওভার ব্রিজে উঠলেই চোখে পড়ে এক ‘পপ-আপ মার্কেট’-এর দৃশ্য। মোজা, সানগ্লাস, জিনস, ওড়না, গ্যাজেট, প্রসাধনী—কী নেই সেখানে! হকারদের টানাটানি: “নেন ভাই! একবার দেখেই যান! অফার শেষ, অফার শেষ!”

নিউ মার্কেট, গুলিস্তান, মিরপুর—সবখানেই বাজারের রমরমা

গুলিস্তান ওভার ব্রিজে উঠলেই মনে হয়, হাঁটা নয়, বুঝি কোনো মেলাতে এসে পড়েছেন। পত্রিকা বিক্রেতা, মোবাইল কভার হাতে ডাকে কেউ, কেউ আবার জামার ছাড় দিচ্ছেন—
“একটা ২০০, দুইটা ৩৫০!”
ভুল করে কারও পায়ে পা পড়ে গেলে হকারের চিৎকার:
“ভাই, দেখেশুনে চলেন!”

পথচারীদের অভিযোগ: হাঁটার চেয়ে গাড়ির রাস্তায় চলা নিরাপদ!

উত্তরা থেকে আসা অফিসযাত্রী সোহাগ বলেন,
“শুধু বাড্ডা না ভাই, ঢাকার সব ব্রিজই এখন দখল হয়ে গেছে। নিচ দিয়ে গাড়ির রাস্তায় হাঁটাই মনে হয় এখন নিরাপদ।”
অন্য একজন অফিসগামী, মুরাদ, বলেন,
“হকারদের দায় দেই না, তারা তো বাঁচার তাগিদে করছে। কিন্তু রাস্তা আর বাজার এক করলে শহর চলে?”

হকারদের দাবি: ‘বসার জায়গা দিক সরকার’

একজন হকার নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“ভাই, দোকান পেলে তো আর এই গরমে ব্রিজে বসতাম না। পুলিশ আসলে পালাই, চলে গেলে আবার বসি। দিন আনি, দিন খাই।”

প্রশাসনের অভিযান একদিনের অতিথি

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন মাঝে মাঝে উচ্ছেদ অভিযান চালালেও তা হয় ক্ষণস্থায়ী। একদিন পরই হকাররা আবার জায়গা দখল করে নেয়। চলতে থাকে এক ধরনের অলিখিত ‘চোর-পুলিশ খেলা’। আর এই খেলায় সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে সাধারণ পথচারী।

没有找到评论


News Card Generator