close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

রাজবাড়ীতে ঘর থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

Sujat Molla avatar   
Sujat Molla
রাজবাড়ীতে ঘর থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীতে মোবাইলে প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগ দিয়ে রুপল শেখ (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তুলে নিয়ে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

নিহত রুপল রাজাপুর গ্রামের জিন্নাত শেখের ছেলে। তিনি ভ্যান চালিয়ে এবং শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার সাত বছর ও দুই বছর বয়সী দুই মেয়ে রয়েছে।

রুপলের বাবা জিন্নাত শেখ বলেন, রাজাপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগ দিয়ে গত মঙ্গলবার (১৩ মে) পরিবারের লোকজন আমার ছেলে রুপলকে মারধর করেন। তবে আমার ছেলের মোবাইল চেক করে তারা কোনো ভিডিও পায়নি। সেদিন মার খেয়ে পরদিন বুধবার সকালে রুপল ঢাকায় চলে যায়।

এরপর স্থানীয় মাতব্বররা বিষয়টি শালিসের মাধ্যমে সমাধান করে দেয়ার আশ্বাস দিলে রুপলের মা ফোন করে তাকে ঢাকা থেকে বাড়ি আনে।

বৃহস্পতিবার বিকেলে বাড়ি আসে রুপল। শুক্রবার সন্ধ্যার পর বিষয়টি নিয়ে একই গ্রামের রাফিজুলদের বাড়িতে শালিস হওয়ার কথা ছিল। তবে সন্ধ্যার কিছুক্ষণ আগে রাফিজুল, রাসেল, সৌরভসহ ৭ থেকে ৮ জন এসে রুপলকে ঘরের ভেতর থেকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। রুপলকে রাফিজুলদের বাড়িতে নিয়ে ঘরের মধ্যে আটকে বেধড়ক মারধর করে হাড়গোড় ভেঙে দিয়ে হত্যা করে। এরপর তারা রুপলকে রাজবাড়ী সদর হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়।

রুপলের মা রাবেয়া বেগম বলেন, ‘আমার ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমার ছেলের দুটি শিশু সন্তান রয়েছে। তাদের এখন কী হবে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, রূপলের মরদেহটি মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় শুক্রবার রাতেই রুপলের মামা কালাম মোল্লা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য অসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

没有找到评论


News Card Generator