ঝালকাঠির রাজাপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) ও পরিবার কল্যাণ সহকারী (FWA) দের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল থেকে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মাঠপর্যায়ে কর্মরত এসব কর্মকর্তা-কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় তাদের প্রাতিষ্ঠানিক ও পেশাগত সমস্যার সমাধান হচ্ছে না। বারবার দাবি জানালেও কর্তৃপক্ষ সুস্পষ্ট উদ্যোগ না নেওয়ার কারণে তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।
কেন্দ্রীয় অধিকার আদায় পরিষদের আহ্বানে আয়োজিত এই কর্মসূচিতে রাজাপুর উপজেলার পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীবৃন্দ অংশ নেন।
তারা জানান, “ছেলে হোক, মেয়ে হোক—দু’টি সন্তানই যথেষ্ট” জাতীয় স্লোগান বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীরা দিনরাত পরিশ্রম করেন। অথচ তাদের নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় কর্মপরিবেশ প্রতিনিয়ত হতাশাজনক হয়ে উঠছে।
মানবিক দাবি দ্রুত বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।



















