close

লাইক দিন পয়েন্ট জিতুন!

"ফ্যাসিস্ট টেরোরিস্টদের সব অপচেষ্টা ব্যর্থ করে দেওয়া হবে" বিজয় দিবসের ভাষণে প্রধান উপদেষ্টা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
****

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। পরাজিত শক্তি ও ‘ফ্যাসিস্ট টেরোরিস্ট’দের সব অপচেষ্টা ব্যর্থ করে দেওয়া হবে।

ওসমান হাদির ওপর হামলা প্রসঙ্গ ভাষণে প্রধান উপদেষ্টা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা নিয়ে গভীর বেদনা প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘এই হামলা শুধু ব্যক্তির ওপর নয়, এটি দেশের অস্তিত্ব ও গণতান্ত্রিক পথচলার ওপর আঘাত’’।

তিনি জানান, সংকটাপন্ন অবস্থায় থাকা ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। সরকার তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে। হামলার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে এবং তারা যেখানেই থাকুক, কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন।

তরুণদের রক্ষার আহ্বান জুলাই অভ্যুত্থানের তরুণ যোদ্ধাদের ‘অস্ত্রহীন, ভীতিহীন ও ব্যক্তিগত স্বার্থে উদাসীন’ উল্লেখ করে ড. ইউনূস বলেন, পরাজিত শক্তি তরুণদের ভয় পায় এবং নির্বাচন বানচাল করতে তাদের পথ থেকে সরিয়ে দিতে চায়। তিনি দেশবাসীকে তরুণদের রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ‘‘তরুণদের রক্ষা করুন, তাহলেই আমরা এবং আমাদের মাতৃভূমি রক্ষা পাবে’’।

নির্বাচন ও ষড়যন্ত্র মোকাবিলা নির্বাচনের আর মাত্র দুই মাস বাকি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, পরাজিত শক্তি নির্বাচন বানচাল করে নিজেদের রাজত্ব কায়েম করতে চায়। তবে জনগণ ঐক্যবদ্ধ থাকলে তাদের ষড়যন্ত্র সফল হবে না। তিনি সবাইকে গুজবে কান না দিয়ে সংযম বজায় রাখার পরামর্শ দেন এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

לא נמצאו הערות


News Card Generator