"আওয়ামী লীগের সাথে কোনো রাজনৈতিক আপোষ অগ্রহন যোগ্য"- মোহাম্মদ আলমগীর কবির ..

Tuhid hasan avatar   
Tuhid hasan
তৌহিদ হাসান

জামালপুরের মাদারগঞ্জে আওয়ামী লীগের দুই 
নেতাকে বিএনপিতে যোগদান করানো হলে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি  এক ফেসবুক স্ট্যাটাসে  এসব কথা বলেন। তার ফেসবুক স্ট্যাটাস নিচে তুলে  ধরা হলো। 

মাদারগঞ্জ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাদের বিএনপিতে যোগদান উপজেলা বিএনপির দৈন্যতা, অসহায়ত্ব এবং অপরিপক্বতার শামিল। উপজেলা বিএনপির সভাপতি সাহেব একজন দায়িত্বশীল নেতা কেন  এবং কার পরামর্শে এমন কাজ করলেন বুঝে আসছে না।
৫ আগষ্ট২০২৪ ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্য দিয়ে দেশে নতুন ধারার রাজনীতির উত্থান ঘটে। আমাদের বহুদিনের লালিত স্বপ্ন যখন বাস্তবায়নের দ্বার উন্মোচন হচ্ছে ঠিক সেই মুহূর্তে যোগদান অনুষ্ঠান 
সাধারণ ভোটারদের দৃষ্টি ও সমর্থন ভিন্ন দিকে প্রবাহিত করার প্রয়াস মনে করলেও ভুল হবে না। বর্তমান সময়ে বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল এতে কোন সন্দেহ নেই। তবু কেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাদের দলের সাথে সম্পৃক্ত করতে হবে? এই যোগদানের মাধ্যমে আওয়ামী লীগের সাধারণ ভোটারদের মধ্যে এবং নেতাদের মধ্যে যোগসাজশের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। জেলা এবং কেন্দ্রের নিষেধাজ্ঞা থাকার পরেও এমন ঘটনা বিএনপির সাধারণ নেতা কর্মীদের ও সাধারণ ভোটারদের মধ্যে যথেষ্ট সন্দেহ সৃষ্টি করেছে। আমাদের প্রিয় নেতা আগামী দিনের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রতীক এমপি প্রার্থী জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল সাহেব বিষয়টি কতটুকু অবগত জানিনা। এই মুহূর্তে যোগদান অনুষ্ঠান দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে এটাই স্বাভাবিক।দল এবং নির্বাচন ও নিরাপত্তার স্বার্থে আওয়ামী লীগকে ছাড় না দেওয়া বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করি। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ প্রশ্নে কোনো সমঝোতা ও ছাড় চলবে না। দীর্ঘ ১৭ বছর নির্যাতনকারী আওয়ামী লীগের সাথে কোনো রাজনৈতিক আপোষ অগ্রহন যোগ্য।
বাংলাদেশ জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ 
মোস্তাফিজুর রহমান বাবুল সাহেব জিন্দাবাদ।

মোহাম্মদ আলমগীর কবির 
সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি 
মাদারগঞ্জ উপজেলা বিএনপি 
জামালপুর।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator