স্টাফ রিপোর্টার, দিনাজপুর > ঠাকুরগাঁয়ের চাপশার সীমান্ত দিয়ে পুশইন করা ২৩ জনের মধ্যে চিহ্নিত একজোড়া ভারতীয় দম্পত্তিকে আজ সোমবার সন্ধ্যায় বিএসএফের হাতে তুলে দিয়েছে বিজিবি। বাংলাদেশী ভেবে গত ১৪ জুন পুশইন করেছিল তাদেরকে।
জানা গেছে, বিজিবি'র দিনাজপুরস্হ ৪২ ব্যাটালিয়নের আওতাধীন ঠাকুরগাঁওয়ের হরিপুরের চাপসার বিওপির সীমান্ত পিলার ৩৪৭/১-এস দিয়ে ২৩ জন (৫ জন পুরুষ, ১২ জন মহিলা এবং ৬ জন শিশু) কে ১৪ জুন পুশইন করেছিল বিএসএফ। পরে তাদেকে আটক করে বিজিবি। আটককৃত ২৩ জনের মধ্যে যাচাই-বাছাইয়ে ২১ জনের নাগরিকত্ব নিশ্চিত হওয়ায় তাদরেকে ঠাকুরগাঁও জেলার হরিপুর থানায় হস্তান্তর করে বিজিবি।
অন্য ২জন হলো ভারতীয় দম্পত্তি ফজের মন্ডল (২১), পিতা-তাহাজুর মন্ডল, গ্রাম-হরিহারপুর, পোস্ট-বাগদা, থানা-বাগদা, জেলা-উত্তর চব্বিশ পরগনা এবং তার স্ত্রী তাছলিমা মন্ডল (১৯), পিতা-ইসহক মন্ডল, গ্রাম-পাঁচবাড়িয়া, পোস্ট-বয়ড়া, থানা-বাগদা, জেলা-উত্তর চব্বিশ পরগনা।
দম্পত্তিকে ফেরত পাঠাতে আজ সোমবার সন্ধ্যা ৭টায় সীমান্ত পিলার ৩৪৯/৫-এস এলাকায় বিএসএফের ৮৭ ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠক করেছে বিজিবি। এসময় ওই দম্পত্তিকে তুলে দিয়েছেন তারা।



















