close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

পূর্বনির্ধারিত তারিখে নয়,১১ সেপ্টেম্বর হবে জাকসু

Sahamina Akhter avatar   
Sahamina Akhter
টানা দুইবার পেছানোর পর ফের পেছানো হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের তারিখ।....

প্রশাসন কর্তৃক পূর্বনির্ধারিত রোডম্যাপ অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানে জাবি শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ও মদদদাতা শিক্ষক-শিক্ষার্থীদের বিচারকার্য সম্পন্ন করতে না পারা নির্বাচনের পেছানো কারণ বলে প্রতীয়মান হয়, ফলে প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা৷ ১১ সেপ্টেম্বরকে জাকসু'র সম্ভাব্য নির্বাচনের তারিখ বলে ঘোষণা করা হয়েছে।

 
বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত টানা ১০ ঘণ্টার জাকসু নির্বাচন সংক্রান্ত পরিবেশ পরিষদের সভা শেষে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান।

এসময় শিক্ষার্থীরা জুলাইয়ের হামলায় অভিযুক্ত ও মদদদাতা শিক্ষক-শিক্ষার্থীদের বিচারের কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ করতে ব্যার্থ হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযুক্ত করেন। একপর্যায়ে উপাচার্য বিচার কার্য শেষ করতে পুনরায় সময় চান। এরপর শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে জাকসু নির্বাচন ও বিচারকার্য সম্পন্ন করার নতুন রোডম্যাপ ঘোষণা করেন উপাচার্য।

 
নতুন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ৪ আগস্টের মধ্যে জুলাই হামলায় জড়িত ছাত্রলীগের সাময়িক বহিষ্কৃতদের চূড়ান্ত বিচার নিশ্চিত হবে, একই দিনে জাকসুর তফসিল ঘোষিত হবে। ৩১ আগস্ট হামলায় মদদদাতা শিক্ষকদের চূড়ান্ত বিচার নিশ্চিত হবে এবং আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানায় উপাচার্য।

এর আগে, গত ৩১ মে’র মধ্যেই জাকসু নির্বাচন আয়োজনের কথা জানান উপাচার্য। তবে জাকসু গঠনতন্ত্র সংস্কার ও ছাত্র সংগঠনগুলোর বৈরিতার কারণে পিছিয়ে যায় নির্বাচন। সর্বশেষ গত ৩০ এপ্রিল শিক্ষার্থীদের দাবির মুখে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় এবং ৩১ জুলাই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়৷

নির্বাচনের পূর্বেই জুলাই অভ্যুত্থানে জাবি শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচারকার্য সম্পন্ন করার দাবি জানিয়ে আসছে ছাত্র সংগঠনগুলো, অন্যথায় নির্বাচন বর্জনেরও হুঁশিয়ারি দেয় একাধিক ছাত্রসংগঠন। দাবির প্রেক্ষিতে গত ২৯ জুনের মধ্যে উপাচার্য বিচারকাজ সম্পন্ন করার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি৷ এবার নতুন করে বিচারকার্য সম্পন্ন করে জাকসুর নির্বাচনী তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷

এদিকে নতুন করে তারিখ ঘোষণায় অকার্যকর হয়েছে পূর্বে গঠিত জাকসুর নির্বাচন কমিশন। যার ফলে নির্বাচন কমিশন গঠন করে পুনরায় তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

Nessun commento trovato


News Card Generator