নেত্রকোনার পূর্বধলায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় মদসহ তিনজনকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দুর্গাপুর–শ্যামগঞ্জ মহাসড়কের লাল মিয়া বাজার শ্রমিক অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় একটি পিকআপ ভ্যানে থাকা পুরোনো ১০টি কার্টুনের ভেতর থেকে ১০২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন কলমাকান্দা উপজেলার ঘোড়াগাঁও গ্রামের জাহাঙ্গীর উদ্দিন (৩০), জাকির হোসেন (২২) এবং দাওরাদাইর গ্রামের জামাল উদ্দিন (২৮)।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে এসব মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে মাদকসহ তিনজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের এ অভিযানে এলাকায় মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার হয়েছে বলে স্থানীয়রা জানান।
Không có bình luận nào được tìm thấy



















