close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

পুলিশের লোগো পরিবর্তনে পালতোলা নৌকা বাদ পড়ছে

Gourob Shaha avatar   
Gourob Shaha
ঢাকা: পুলিশের প্রতীক হিসেবে ব্যবহৃত পালতোলা নৌকা লোগো থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন লোগোতে থাকবে প্রযুক্তিনির্ভর ও নিরাপত্তা প্রতীক যেমন ঢাল, তরবারি, এবং ডিজিটাল নিরাপত্তা চিহ্ন।..

পরিবর্তন হচ্ছে পুলিশের লোগো; বাদ পড়ছে পালতোলা নৌকা

গৌরব সাহা, নরসিংদী আলো | ১১ এপ্রিল ২০২৫

 

ঢাকা: বাংলাদেশ পুলিশের প্রতীক হিসেবে ব্যবহৃত ঐতিহ্যবাহী পালতোলা নৌকা লোগো থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তি ও ভবিষ্যতমুখী চেহারায় পুলিশ বাহিনীকে উপস্থাপন করতে এ পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 

সূত্র জানায়, নতুন লোগোটিতে থাকবে প্রযুক্তিনির্ভর ও নিরাপত্তা প্রতীক যেমন ঢাল, তরবারি, এবং ডিজিটাল নিরাপত্তা চিহ্ন। ১৯৭২ সাল থেকে বর্তমান লোগোতে থাকা পালতোলা নৌকাটি ঐতিহ্যের প্রতীক হলেও সময়ের চাহিদা ও পুলিশের আধুনিক রূপায়ণের সঙ্গে এটি আর মানানসই নয় বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

নতুন লোগো তৈরির প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে এবং অচিরেই এটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

 

তবে অনেকেই পালতোলা নৌকা বাদ দেওয়ার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ কেউ একে বাংলাদেশের ঐতিহ্যের প্রতি অবহেলা হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি সময়োপযোগী ও প্রয়োজনীয় উদ্যোগ।

 

 

নতুন লোগোটি কার্যকর হলে দেশের প্রতিটি থানায়, পুলিশের ইউনিফর্ম ও সকল সরকারি কাগজপত্রে সেটি ব্যবহার শুরু হবে।

Aucun commentaire trouvé