close

লাইক দিন পয়েন্ট জিতুন!

পটুয়াখালীতে শিশুর গলায় ছুরি ধরে ডাকাতি।

মুহাম্মাদ রাকিব avatar   
মুহাম্মাদ রাকিব
স্টাফ রিপোর্টার :
প্রকাশিত :১৬ :৪১ পিএম, ০৪ মে ২০২৫

 পটুয়াখালীর মির্জাগঞ্জে শিশুকে জিম্মি করে এক ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৩ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার আন্দুয়া কলাগাছিয়া গ্রামে এই ঘটনা ঘটে।ভু

ক্তভোগী ইউপি সদস্য জাফর উপজেলার ২নং মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার। 

ভুক্তভোগী ইউপি সদস্য জাফর মেম্বার জানান, মুখোশধারী ৭-৮ জনের একটি ডাকাত দল তার ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ধারালো অস্ত্রের মুখে তাকে ও তার পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। ডাকাতরা তাদের হাত, পা ও মুখ বেঁধে ফেলে এবং তার ৮ বছর বয়সী শিশুর গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখায়।

জাফর মেম্বার আরও জানান, ডাকাতরা ঘরের আলমারি ভেঙে নগদ ২ লাখ ৮৫ হাজার টাকা, প্রায় ৪ ভরি স্বর্ণালংকার ও ৪টি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। তিনি বলেন, ডাকাতদের মুখে কাপড় বাঁধা থাকায় তিনি কাউকে চিনতে পারেননি।
 মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শামীম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।”

Không có bình luận nào được tìm thấy


News Card Generator