close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

পটুয়াখালীতে অপহরণের দুদিন পর ব্যবসায়ীকে উদ্ধার, পুলিশের সাফল্য

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
পটুয়াখালী, ৫ জানুয়ারি: পটুয়াখালীর বাউফল উপজেলায় অপহরণের দুদিন পর উদ্ধার করা হয়েছে ব্যবসায়ী শিবানন্দ রায় শিবু বনিককে। রোববার দিবাগত রাত ১টার দিকে পুলিশ কচুয়া গ্র
পটুয়াখালী, ৫ জানুয়ারি: পটুয়াখালীর বাউফল উপজেলায় অপহরণের দুদিন পর উদ্ধার করা হয়েছে ব্যবসায়ী শিবানন্দ রায় শিবু বনিককে। রোববার দিবাগত রাত ১টার দিকে পুলিশ কচুয়া গ্রামের একটি মসজিদের পাশ থেকে তাকে উদ্ধার করে। যদিও এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি, তবে শিবু বনিকের উদ্ধারের পর তার চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেফাজতে রাখা হয়েছে। পুলিশের বিভিন্ন দল, সিআইডি, ডিএসবি ও নৌ-ফাঁড়ির সহায়তায় দীর্ঘদিনের অনুসন্ধান শেষে শিবু বনিককে উদ্ধার করা হয়। বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, "বিস্তারিত তথ্য পরে জানানো হবে, তবে অভিযানে বেশ কিছু টিম মাঠে ছিল।" এর আগে গত বছরের ৩ ডিসেম্বর, রাতে ৭-৮ জন দুর্বৃত্ত শিবু বনিকের দোকানে প্রবেশ করে তার দুই কর্মচারী তাপস ও সংকরকে জিম্মি করে। এরপর তারা দোকান থেকে ৫ লাখ টাকা নিয়ে শিবু বনিককে অপহরণ করে খালের পাশে ট্রলারযোগে পালিয়ে যায়। এর পর থেকেই পুলিশের বিশেষ টিমরা শিবু বনিককে উদ্ধারে একাধিক অভিযান চালাচ্ছিল। এই উদ্ধারকে পুলিশ বড় ধরনের সফলতা হিসেবে দেখছে এবং আশা করা হচ্ছে, অপহরণকারী দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে শীঘ্রই।
Tidak ada komentar yang ditemukan


News Card Generator