পটুয়াখালী জেলার কলাপাড়ায় রাবনাবাদ নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৪৫) লাশ উদ্ধার করেছেন পায়রা বন্দর নৌ পুলিশ। বৃহস্পতিবার (০১ মে) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের বুড়াজালিয়া গ্রামের নদীর কিনারায় লাশটি ভেসে থাকতে দেখে গ্রামবাসীরা পুলিশকে খবর দেয় পুলিশ এসে লাশটি উদ্ধার করেন। পায়রা বন্দর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ কাওসার গাজী জানান, লাশটি কাপড় পরিহিত ছিল এবং শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। জোয়ারের স্রোতে লাশটি ভেসে এসেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
প্রকাশিত : ১১:৪১ এএম, ০২ মে ২০২৫
Không có bình luận nào được tìm thấy



















