close

লাইক দিন পয়েন্ট জিতুন!

পটুয়াখালীতে মিথ্যা চো রে র অপ বাদ দিয়ে চারজনকে পি টি য়ে থা নায় ।........

মুহাম্মাদ রাকিব avatar   
মুহাম্মাদ রাকিব
স্টাফ রিপোর্টার :

প্রকাশিত : ২৩:৫২ পিএম, ২৫ এপ্রিল ২০২৫ 

কলাপাড়ায় মিথ্যা চো-র'র অপবাদে চারজনকে পি-টি'য়ে থানায় দেওয়ার অভিযোগে বি-ক্ষো'ভ..

কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া আবাসনে মি-থ্যা চো-র'র অপবাদ দিয়ে চারজনকে পি-টি'য়ে থানায় দেওয়ার অভিযোগে বি-ক্ষো'ভ করেছে ভুক্তভোগীদের পরিবার। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে এই বি-ক্ষো'ভ অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগীরা হলেন মুছা হাওলাদার, হাবিব সিকদার, তসলিম হাওলাদার ও মিঠু হাওলাদার। তাদের পরিবারের অভিযোগ-তাদের কোনো অপরাধ না থাকা সত্ত্বেও স্থানীয় কিছু ব্যক্তি মি-থ্যা অপবাদ দিয়ে রড ও পাইপ দিয়ে পি-টি'য়ে রে পুলিশে সোপর্দ করে।

বি-ক্ষো'ভে অংশগ্রহণকারীরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দো'ষীদের শা-স্তির দাবি জানান। এসময় বক্তব্য রাখেন পারভীন বেগম, সূর্য বেগম, শামসুর নাহার, কোহিনুর বেগম, শাহিনুর বেগম ও মোঃ নাসির হাওলাদার।

Walang nakitang komento