পটুয়াখালীর বাউফল লঞ্চঘাটে আজ সকালে যৌথ বাহিনীর অ.ভিযানে, কালাইয়া ইউনিয়নের বাসিন্দা হাচান,ওরফে চেউয়া হাচানকে ১০ বোতল দেশীয় মদ সহ গ্রেফতার করা হয়।
চেউয়া হাচান ঢাকা কালাইয়া রুটের, এম ভি ঈগল-৫ লঞ্চে চাঁদপুর থেকে লঞ্চে ওঠেন গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই নজরে ছিল এই মাদক কারবারি চেউয়া হাসান।



















