পটুয়াখালীতে জুলাই যোদ্ধাদের সঞ্চয়পত্র ও আর্থিক অনুদান প্রদান।..

মুহাম্মাদ রাকিব avatar   
মুহাম্মাদ রাকিব
স্টাফ রিপোর্টার :
প্রকাশিত : ২৩: ৫৮ পিএম, ০৭ মে ২০২৫

পটুয়াখালীতে ২০২৪ সালের  জুলাই অভ্যুত্থানে  নিহত ও আহতের মাঝে সঞ্চয়পত্র ও আর্থিক অনুদান প্রদান  করেছেন পটুয়াখালী জেলা প্রশাসন। পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কতৃক আয়োজিত অনুষ্ঠানটি  জেলা  সিভিল সার্জন জনাব  ডা: খালিদুর রহমান মিয়া  এর সঞ্চালনায় জেলা প্রশাসক জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফিন এর সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । জেলা প্রশাসন জানায়, নিহত ২৫ জনের মধ্যে প্রাথমিকভাবে  ১২ পরিবারকে ১ কোটি ২০ লক্ষ টাকার সঞ্চয়পত্র প্রদান এবং সি ক্যাটাগরিতে যোদ্ধাদের প্রত্যেককে ১ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।  এসময় মহিলা অধিদপ্তরের উপপরিচালক শিরিন সুলতানা,  ছাত্র প্রতিনিধি সজিবুল ইসলাম  সালমান,  ইমতিয়াজ,  আহত নিহত পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগন, গণমাধ্যম কর্মীরা সহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উপস্থিত ছিলেন। 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator