close

লাইক দিন পয়েন্ট জিতুন!

পটুয়াখালীতে যুবকের লাশ উদ্ধার ।

মুহাম্মাদ রাকিব avatar   
মুহাম্মাদ রাকিব
স্টাফ রিপোর্টার :
প্রকাশিত : ১৮:৩৩ পিএম, ১৪ মে ২০২৫
পটুয়াখালীর কলাপাড়ায় নদী থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) ভাসমান লাশ উদ্ধার করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামের বড়ইতলা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। এসময় ওই যুবকের পড়নে একটি কালো প্যান্ট ছিলো।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা  ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের শরীরের অনেক স্থানে পঁচন ধরেছে। তবে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ।
 
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বিকাশ মন্ডল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
コメントがありません


News Card Generator