পটুয়াখালীতে ডিসি অফিসের এল এ শাখার দালালের ০৩ মাসের কারাদন্ড।....

মুহাম্মাদ রাকিব avatar   
মুহাম্মাদ রাকিব
স্টাফ রিপোর্টার :
প্রকাশিত : ০০:০৩ এএম, ৩১ মে ২০২৫

 পটুয়াখালী জেলা প্রশাসক এলএ শাখায় দীর্ঘদিন যাবত মানুষের জায়গা-জমির অধিগ্রহণের টাকা উত্তোল করে দেওয়ার আশ্বাসে বিভিন্ন পরিচয়ে প্রতারণা করে আসছে। গতকাল (২৯ মে) বিকেলের এলএ মিস কেস নং- ১৪/২০১৯-২০ এর আব্দুল বাতেন গংদের পক্ষে ভুয়া কাগজপত্র তৈরি করে মামলার তদবিরে গিয়ে নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব পরিচয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব রহমানের কাছে তদবির করেন।

তার কথাবার্তা রহস্যজনক দেখে  তাকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে দন্ডবিধি ধারায় তিন মাস সশ্রম কারাদণ্ড আদেশ প্রদান করে। 

প্রতারক মির্জা সোবেদ আলী রাজা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আব্দুল হক মাস্টারের ছেলে। তিনি ময়মনসিংহ নগরীর আর কে মিশন রোড এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন।

নিজের জন্মভূমি ত্যাগ করে বর্তমানে তিনি পটুয়াখালী শহরের কলাতলা এলাকায় বসবাস করে। এক পর্যায়ে  বিভিন্ন মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করে এ ধরনের দালালির কাজে জড়িয়ে পড়ে। আটক করার সময় নিজেকে দৈনিক প্রলয় পত্রিকার সম্পাদক পরিচয় দেন।

জানা গেছে, এর আগেও গত ২০ এপ্রিল ময়মনসিংহ পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেফতার হন। অন্য একটি  জালিয়াতির মামলায় জেল খেটে কিছুদিন আগে জামিনে বের হন।

没有找到评论


News Card Generator