প্রতিশোধ না নেয়া পর্যন্ত যুদ্ধবিরতির আলোচনা নয়: ইরান

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। দেশটি স্পষ্ট করে বলেছে, ইসরায়েলের প্রথম হামলার পূর্ণ প্রতিশোধ না নেয়া পর্যন্ত তারা কোনো আলোচনায় বসবে না। পাশাপাশি, হামলা অব্যাহত..

গতকাল রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, মধ্যস্থতাকারী দেশ ওমান ও কাতারকে ইরান জানিয়ে দিয়েছে, ইসরায়েলি হামলা চলাকালীন তারা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় আগ্রহী নয়।

রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, "ইরান কাতার ও ওমানকে পরিষ্কারভাবে জানিয়েছে, তারা তখনই যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করবে, যখন ইসরায়েলের প্রথম হামলার পূর্ণ প্রতিশোধ নেয়া সম্পন্ন হবে।

এর আগে ইসরায়েলি বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ইরান যুদ্ধবিরতির লক্ষ্যে কাতার ও ওমানের সঙ্গে যোগাযোগ করেছে। তবে রয়টার্সকে দেয়া বক্তব্যে উক্ত কর্মকর্তা ওই দাবি ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন।

Geen reacties gevonden