close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

প্রশাসনের পক্ষ থেকে দ্বীপ ইউনিয়ন গাবুরার নির্বাচনী কেন্দ্রসমুহ পরিদর্শন..

Ranajit Barman avatar   
Ranajit Barman
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপজেলার গাবুরা ইউনিয়নের নির্বাচনী কেন্দ্রসমুহ পরিদর্শন করা হয়েছে।..

প্রশাসনের পক্ষ থেকে দ্বীপ ইউনিয়ন গাবুরার নির্বাচনী কেন্দ্রসমুহ পরিদর্শন

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপজেলার গাবুরা ইউনিয়নের নির্বাচনী কেন্দ্রসমুহ পরিদর্শন করা হয়েছে। 

মঙ্গলবার সকাল থেকে দিনভর তারা সুন্দরবন তীরবর্তী ইউনিয়ন দুর্গম গাবুরার নয়টি কেন্দ্র পরির্দশন করেন। এসময় তারা বিভিন্ন কেন্দ্রের সমস্যাবলী চিহ্নিতের পাশাপাশি সামগ্রিক বিষয়ে ধারনা নেন। 

উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক ও অফিসার ইনচার্জ খালেদুর রহমান ছাড়াও পরিদর্শন টিমে ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

পরিদর্শেন বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক জানান সুষ্ঠু, শান্তিপুর্ন ও প্রভাবমুক্ত নির্বাচন করতে সরকার বদ্ধ পরিকর। যার অংশ হিসেবে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সমস্যাবলী চিহ্নিতের পাশাপাশি সেগুলো সমাধানে উদ্যোগ নেয়া হচ্ছে। 
এদিকে বুধবার সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলার রমজাননগর ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র পরির্দশন করা হয়।  

ছবি ঃ গাবুরার পাশ্বেমারী ভোট কেন্দ্র পরিদর্শনকালে টিমের সদস্যরা। 

 

没有找到评论


News Card Generator