প্রলোভন দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার..

Raju Mia avatar   
Raju Mia
লালমনিরহাটের হাতীবান্ধায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জহুরুল ইসলাম সাগর (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গড্ডিমারী ইউনিয়নে এ ঘটন..

অভিযুক্ত জহুরুল ইসলাম সাগর বরিশালের আগলঝাড়া উপজেলার আসকর গ্রামের হেলাল মোল্লার ছেলে।   

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আটক সাগর দোয়ানী পিট্টিফাটায় বিদ্যুৎ সংক্রান্ত নির্মাণকাজ করতেন। তিনি শিশুটিকে টাকার প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী একটি থাকার সেটে নিয়ে যান এবং মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার দিলে পরিবারের সদস্য ও এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে দোয়ানী পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন।   

পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠান।   

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ নবী বলেন, ‘ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলার প্রস্তুতি চলছে। আমি নিজেই ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছি।’

Aucun commentaire trouvé