পরকীয়ার জালে মর্মান্তিক খুন! প্রেমিকার হাতেই প্রাণ গেল আমজাদ হোসেনের

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সরফদিনগর গ্রামে পরকীয়ার জেরে প্রাণ হারালেন আমজাদ হোসেন (৩৮)। প্রেমিকার হাতেই ঘটলো নির্মম এই হত্যাকাণ্ড। গ্রেফতার হওয়া গৃহবধূ সাজিয়
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সরফদিনগর গ্রামে পরকীয়ার জেরে প্রাণ হারালেন আমজাদ হোসেন (৩৮)। প্রেমিকার হাতেই ঘটলো নির্মম এই হত্যাকাণ্ড। গ্রেফতার হওয়া গৃহবধূ সাজিয়া বেগম ওরফে সাজেদা (৪৮) পুলিশের জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে সরফদিনগর গ্রামের নিজ বাড়ি থেকে সাজেদা বেগমকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি খুনের কথা অকপটে স্বীকার করেন। এরপরই তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মুমিন খান। ঘটনার পেছনের গল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি রাতে খুন হন আমজাদ হোসেন। পরদিন সকালে সরফদিনগর গ্রামের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শুরু হয় তদন্ত। সন্দেহের তালিকায় উঠে আসে সাজেদা বেগমের নাম। তিনি একই গ্রামের সৌদি প্রবাসী উজ্জ্বল খানের দ্বিতীয় স্ত্রী। ঘটনার পরদিনই এলাকা ছেড়ে পালিয়ে যান সাজেদা। তবে সোমবার সন্ধ্যায় বাড়িতে ফিরলে স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন। জিজ্ঞাসাবাদে সাজেদা জানান, একই গ্রামে বসবাসের সুবাদে আমজাদের সঙ্গে তার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। সময়ের সঙ্গে এই সম্পর্ক মান-অভিমান ও উত্তেজনায় ভরে ওঠে। একপর্যায়ে সাজেদার মধ্যে ক্ষোভ জন্ম নেয় আমজাদের প্রতি। সেই ক্ষোভের জেরেই ঘটে যায় ভয়াবহ এই হত্যাকাণ্ড। আরও কেউ জড়িত? তদন্ত চলছে ওসি মুমিন খান জানিয়েছেন, “ঘটনার মূল রহস্য উদঘাটনে তদন্ত চলছে। সাজেদার দেওয়া তথ্য অনুযায়ী অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।” এই নৃশংস ঘটনায় গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা বলছেন, পরকীয়ার জেরে এমন মর্মান্তিক হত্যাকাণ্ড সমাজের জন্য একটি ভয়াবহ বার্তা। আপনার মতামত কি? পরকীয়ার মতো সম্পর্কের পরিণতি কি এমনই হয়? মন্তব্য করুন।
Keine Kommentare gefunden