close

লাইক দিন পয়েন্ট জিতুন!

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সোহেল রানা

আহনাফ হোসেন avatar   
আহনাফ হোসেন
****

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মহিষখলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, তরুণ শিক্ষানুরাগী ও উপজেলা যুবদলের সদস্য সোহেল রানা সম্প্রতি একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

গত ৫ অক্টোবর কিছু অনলাইন নিউজ পোর্টালে ‘মধ্যনগরের চোরাচালান চক্রের হোতা যুবদল নেতা সোহেল রানা অভিযুক্ত’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি বলেন,“আমাকে জড়িয়ে প্রকাশিত খবরটির কোনো ভিত্তি নেই। এটি আমার সামাজিক মর্যাদা ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে করা হয়েছে।”

প্রতিবাদলিপিতে সোহেল রানা আরও বলেন,“আমি কোনো ধরনের চোরাচালান কার্যক্রমে জড়িত নই এবং বিজিবি-চোরাকারবারি সংঘর্ষের সঙ্গেও আমার কোনো সম্পৃক্ততা নেই। সমাজে বিভ্রান্তি ছড়াতে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে আমার নাম ব্যবহার করছে।”

তিনি অভিযোগ করে বলেন,“প্রকাশিত সংবাদে কোনো যাচাই-বাছাই ছাড়াই আমার নাম জড়িয়ে দেওয়া হয়েছে, যা সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী। প্রকৃত তথ্য যাচাই না করে এমন সংবাদ প্রকাশ জনমনে বিভ্রান্তি তৈরি করছে।”

তিনি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে সংবাদটি প্রত্যাহার করার অনুরোধ জানান এবং বলেন,“আমি সত্যের প্রতি আস্থাশীল। এই ভুয়া ও মনগড়া সংবাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছি।”

সোহেল রানা প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা জানিয়ে বলেন,“আমি সব সময় সমাজসেবামূলক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থেকেছি। এমন ভিত্তিহীন অভিযোগ আমার ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা ছাড়া আর কিছু নয়।”

Nenhum comentário encontrado


News Card Generator